বাংলাদেশে ছাত্র রাজনীতি ১০ বছরের জন্যে বন্ধ করা হোক

বাংলাদেশে ছাত্র রাজনীতি ১০ বছরের জন্যে বন্ধ করা হোক

Started
8 October 2019
Petition to
Abdul Hamid (the President of Bangladesh) and
Signatures: 764Next Goal: 1,000
Support now

Why this petition matters

 

মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপাচার্যবৃন্দ এবং সম্পাদকগণ,  

বাংলাদেশের ছাত্র রাজনীতি আজ চরম নেক্কারজনক অবস্থায় পৌঁছেছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কথা বলার কথা, সেখানে দেখা যায়, আমাদের ছাত্র সংগঠনগুলো চাঁদাবাজি, খুন, মারামারি'র মতো নেক্কারজনক কাজে নিজেদের ব্যস্ত রেখেছে। এই অবস্থা সকল সরকারের সময়ই হয়ে আসছে। 

এই পরিস্থিতিতে আমরা মনে করি, ছাত্র রাজনীতিতে সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে, ১০ বছরের জন্যে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক। আর, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্যে ক্যাম্পাসগুলোতে এটা নিয়ে কাজ করা সামাজিক সংস্থাগুলোর ছাত্র সংগঠন খুলে দিয়ে শিক্ষার্থীদের তাতে সময় দিতে উৎসাহ দেওয়া হোক। 

১০ বছর পরে এভাবে যখন আমাদের ছাত্র-ছাত্রীদের সেবামূলক মনমানসিকতা গড়ে উঠবে, তখন ছাত্র রাজনীতি আবারো চালু করে দিতে আর বাধা থাকবে না। 

 

Support now
Signatures: 764Next Goal: 1,000
Support now
Share this petition in person or use the QR code for your own material.Download QR Code

Decision-Makers

  • Abdul Hamidthe President of Bangladesh
  • Sheikh Hasinathe Prime Minister of Bangladesh
  • Professor Dr. Md. Akhtaruzzamanthe Vice-Chancellor of the University of Dhaka
  • Dr. Farzana Islamthe Vice-Chancellor of the Jahangirnagar University
  • Professor Farid Uddin Ahmedthe Vice-Chancellor of the Shahjalal University of Science and Technology